ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

প্রকাশিত : ১২:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

বাগেরহাট এলাকায় সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর। নিহত ব্যক্তি ‘বনদস্যু’ বলে জানিয়েছে কোস্টগার্ড। তবে তার নাম-পরিচয় দিতে পারেনি কোস্টগার্ড। 

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা শাখার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রোববার রাত ১২টার দিকে সুন্দরবন বন পশ্চিম বিভাগের নলিয়ান কালাবগি এলাকার সোনাইমুখী খালে গোলাগুলির এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ‘বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় যায়। ডাকাতদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা পিছু হটে। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‘ 

ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি